দক্ষিণ রামনগর পি সি বাট্টা এলাকায় আগরতলা পৌর নিগম দ্বারা নির্মিত প্রায় ২০০ মিটার রাস্তার নাম করন করা হয় আজাদ হিন্দ সরণী, তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার এবং কমিশনার সইলেশ কুমার যাদব।। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার তুষার কান্তি ভট্টাচার্য ও নিতু দে গুহ সহ অন্যান্নরা ।।। এদিন অনুষ্ঠান মঞ্চে এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা জানানো হয় এবং রাজ্যের মুসলিম সম্প্রদায় থেকে সদ্য আই এ এস প্রমোশন প্রাপ্ত মুসলিম উদ্দিন আহমেদ এবং টি পি এস ( ডি এস পি) ওফিসার সীমা আক্তার কে সংবর্ধনা দেওয়া হয় এলাকাবাসি দের পক্ষ থেকে।
পাশাপাশি পি ই সি ভাট্টা নাম পরিবর্তন করে দেউয়ার জন্য জোরালো দাবী জানানো হয়।