সিপাহীজলা কর্তৃপক্ষের কিছু কঠোর নির্দেশিকার কারণেই বনভোজন করতে অনীহা পর্যটকদের।উচ্চ শব্দ বিচ্ছুরনকারী যন্ত্র ব্যবহারে আদেশ নেই। বছরের শেষ দিনেও পর্যটকশূন্য সিপাহীজলা পিকনিক স্পট। এ কথা নিজ মুখে স্বীকার করলেন ফরেস্ট অফিসার সোহেল মিয়া খাদেম। অন্যান্য বছরের তুলনায় এ বছরে একেবারেই কম রাজস্ব আদায় হয়েছে সিপাহীজলায়। অন্যদিকে ব্যবসায়ীদের মাথায় হাত।।।
previous post