AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
রাজনীতি খবর

গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক ও অধিকার গত দাবিসহ স্থানীয় দাবি মিলিয়ে মোট ২২ দফা দাবিতে আজ গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

তাদের প্রধান প্রধান দাবি গুলি হল

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৬ সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রিয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দিতে হবে।

কেন্দ্রিয় সরকারের ন্যায় ন্যূনতম পেনশন মাসিক ৯(নয়) হাজার টাকা ও কম্যুটেশনের অর্থ পরিশোধের সময় ১৫ বছরের পরিবর্তে ১২ বছর করতে হবে।

নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখতে হবে।

বকেয়া মহার্ঘ রিলিফ মনজুর করতে হবে ও পূর্বের ন্যায় বছরে দুই কিস্তি মহার্ঘ রিলিফ দিতে হবে।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ২৫ বছর চাকুরি করার পর অবসরগ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী পুরো পেনশন দিতে হবে।

গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমেও পেনশন দেবার ব্যবস্থা করতে হবে।

টিটিএএডিসি’র কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণ করতে হবে সহ অন্যান্য। প্রসঙ্গত পেনশনাদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জি বি হাসপাতালে চালু করেছিল জেরিয়াটিক সেন্টার। যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু কিছুদিন পূর্বে যা রাজ্য সরকার বন্ধ করে দেয়। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আই জি এম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসা পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানান তারা।

Related posts

“হার্টল্যান্ড ত্রিপুরা”প্রকল্পের উদ্বোধন ।।।।

an2banglanews

টি এস ইউ ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

an2banglanews

দুর্ঘটনায় শাস্তির নামে পরিবহন শ্রমিকদের উপর বিজেপি সরকারের জেল জরিমানার আইনঃ সি আই টি ইউ।এই আইনের বাস্তবতা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।

an2banglanews

Leave a Comment