AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
অন্যান্য

অবৈধভাবে নতুন করে অটো পারমিট দিয়ে, পুনরায় বাতিল করা সিদ্বান্ত ঃ ত্রিপুরা পরিবহন দপ্তর।

জিবি থেকে বণিক্য চৌমুহনী  রোডে পরিবহন দপ্তর থেকে কেবা কাহারা অবৈধভাবে  নতুন করে অটো পারমিট দিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত অটো গাড়ি গুলিকে তারিখ পরিপ্রেক্ষিতে ওই এলাকার অটো চালকরা চলতি মাসের গত ২৫ তারিখ জিবি এলাকাতে একটি আন্দোলন সংগঠিত করে সে আন্দোলন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পরিবহন দপ্তর তাদেরকে ডাকানো হয় এবং সমস্যার সমাধান করে। দপ্তর তাদেরকে জানিয়েছে নতুন করে যে পারমিট গুলো দেওয়া হয়েছে তা পুনরায় বাতিল করা হবে। কারণ আগরতলা পুর নিগম এলাকায় এখন কোন পারমিট দেওয়া হয় না নতুন করে, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিস্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক।

Related posts

আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত।

an2banglanews

Shakib Khan: ‘আগেও সুন্দরী নায়িকারা অভিনয় করেছেন, কিন্তু শাকিবের সন্তানের মা হয়নি’

cradmin

BSF 150 Battalion উদ্যোগে নাগরিক সহায়তা কর্মসূচী

an2banglanews

Leave a Comment