২০২৪ সালের সমাপ্তিতে সকালে খোয়াই থানার অন্তর্গত ক্যাংরা বাড়ি এলাকায় প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই অভিযানে খোয়াই থানার পুলিশ এবং মহিলা থানা ভাইজাল বাড়ি আউটপোস্ট ও বিএসএফ জওয়ানদের নিয়ে অভিযান করা হয়, এই তথ্য দিয়েছেন শ্রী পূষন কুমার মজুমদার,এস ডি পি ও খোয়াই।