লক্ষ্মী ভান্ডারের উদ্যোগে এবার ও হবে চতুর্থ আগরতলা রান্না উৎসব। সোমবার আগরতলা ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে এই উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন লক্ষ্মী ভান্ডারের কর্মকর্তারা। আগামী ৪ঠা এবং ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে এই রান্না উৎসব। বিগত দিনেও ভালো সাড়া পেয়েছিল এই রান্না উৎসব। তাই এ বছর ও ভালো সাড়া পাবে বলে আশা ব্যক্ত করলেন কর্মকর্তারা।
previous post