AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
আন্তর্জাতিক খবরজাতীয় খবর

আগরতলার মরিয়ম নগরে পালিত হলো বড়দিন।

বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়।[৪] বড়দিন বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিষ্টধর্মে বারো দিনব্যাপী খ্রিষ্টমাসটাইড অনুষ্ঠানের সূচনাদিবস।

আগরতলার মরিয়ম নগরে পালিত হলো বড়দিন। ২৪ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়েছে প্রার্থনা রাতে কাটা হলো বড়দিনের কেক।আতস বাজি ফাতিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শামিল হয়েছেন খ্রিস্টান ধর্মাবলীর সকল অংশের মানুষেরা। মরিয়ম নগর চার্চে আগরতলা দাইসেস প্রধান ফাদার লুমেন মন্টিরিও জানান

Related posts

আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত।

an2banglanews

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে উনার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বস্ত্র দান করা হয়।

an2banglanews

শব্দ দূষণ নিয়ন্ত্রনে আইন শৃঙ্খল বাহিনীর প্রয়াস।

an2banglanews

Leave a Comment