মধ্য লক্ষিবিল এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করলো বিশালগড় মহকুমা প্রশাসন এবং বিশালগড় মহিলা থানা পুলিশ শুক্রবার বিকেলে। নাবালিকা কে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহিলা থানায়।কাউন্সিলিংয় করতে নাবালিকাকে পাঠিয়ে দেয় হোমে। তবে সমাজে প্রত্যেক স্তরে লোকেদের এই নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য গর্জে ওঠার বার্তা দিলেন ডিসিএম অরুপ কুমার দত্ত। তবে শুক্রবারে এই নাবালিকা বিয়ে করার বিষয়ে এলাকার প্রধান, উপপ্রধান পরোক্ষভাবে জড়িত রয়েছে বলে জানাযায়।
previous post