AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
অন্যান্য

মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন বাল্যবিবাহ………

বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে সারা দেশে। ত্রিপুরাতেও সেই কর্মসূচি সংগঠিত হয় মহিলা কমিশনের উদ্যোগে। এদিন কমিশনের অফিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সাথে জড়িতরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার  শপথ বাক্য পাঠ করেন। মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন বাল্যবিবাহ এই সমাজ ব্যবস্থায় অভিশাপ। এর জন্য বহু মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন।..

Related posts

ত্রিপুরার সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর প্রকল্প পেট্রোল এবং ডিজেল মজুত ডিপো নির্মাণ কাজ তরান্বিত করতে মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠক।

an2banglanews

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে উনার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বস্ত্র দান করা হয়।

an2banglanews

ভারতের ত্রিপুরা রাজ্যে M B B বিমানবন্দরের আটক ৬ বাংলাদেশী নাগরিক

an2banglanews

Leave a Comment