অর্কিডের জন্য আই সি এ আর-জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে এক দিনের অর্কিড প্রশিক্ষণ শিবির বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় । এদিন এই প্রশিক্ষণ শিবিরে গাছ লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় । আজকের এই অনুষ্ঠানে মোট ৩০০ জন কৃষকের হাতে কৃষির উপকরণ তুলে দেওয়া হয়। প্রসঙ্গত ভারতবর্ষে মোট ১২৫৬ প্রজাতির অর্কিড রয়েছে। রাজ্যেও অর্কিড চাষের বিশেষ সম্ভাবনা রয়েছে।অন্ধ্রপ্রদেশ,নয়াদিল্লি,শ্রীনগর,পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রতিনিধিরা এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, তাছাড়া উপস্থিত ছিলেন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার,কিউ টি আর চেয়ারম্যান ডঃ এইচ পি সিং, পটেটো রিচার্জ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা।