এলাকার বেকার যুবক পার্থ দেববর্মা সহ আরও চার যুবকের যৌথ উদ্যোগে এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় মোট ৩০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হয়েছে মাছের খাদ্য তৈরির এই কারখানা।প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা রাজ্যের মধ্যে কমলাসাগরেই এই অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে।
এই খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি বাস্তবায়নের ফলে এলাকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস।এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ব্লক চেয়ারপারসন অতিশী দাস, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ, প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা।