AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্য

আত্মসমর্পণকারী  বৈরী সংগঠন  ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির দাবি পূরণ হয়নি

দীর্ঘ দুই বছর পেরিয়ে গেল আত্মসমর্পণকারী  বৈরী সংগঠন  ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির দাবি পূরণ হয়নি তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে ডিপ্রাইভ রিটারনিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে সম্মেলন করা হয় এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রাম পদ জমাতিয়া থাকাকালীন তাদেরকে আশা দিয়েছিলেন তাদের ৯ দফা দাবি পূরণ করবে কিন্তু দুই বছর অতিক্রম হবার পরও এখনো তাদের দাবি পূরণ হয়নি এই বিষয়ে তারা বর্তমান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা থেকে শুরু করে দপ্তরের  অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেছে তাই তারা রাজ্য সরকারকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে তাদের ৯ দফা দাবি পূরণ না হলে আগের মতন তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক.

Related posts

দূর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং।

an2banglanews

ভারতের জয় অব্যাহত!

an2banglanews

ভারত সরকার হর  ঘর জল- হর ঘর নল স্লোগান দিলেও বাস্তব ভিন্ন ত্রিপুর রাজ্যে।

an2banglanews

Leave a Comment