AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking News

বক্স  নগরের বেজিমারা ২ নং  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক

চাকরির দাবিতে ত্রিপুরা রাজ্যের বক্স  নগরের বেজিমারা ২ নং  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক সফিকুর রহমান, সফিকুর রহমানের দাবি ১৯৯১ সাল থেকে তাদের জায়গাতেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি , এত বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকরি পায়নি কেউই, বর্তমানে অবসর নিয়েছে আগেকার দিদিমনি, বর্তমানে স্কুলে দিদিমনি শূন্য,তার মধ্য বেজিমারা এলাকা থেকে ছয় জন চাকরি জন্য ইন্টারভিউতে বসেছে, কৃষক সফিকুর রহমানের দাবি আগেকার পঞ্চায়েত বডি আশ্বাস দিয়েছে  যেহেতু উনারা জায়গায় দিয়েছে , তাই বর্তমানে উনার ছেলে বউ যোগ্য প্রার্থী রয়েছেন তার বাড়িতে এবং ইন্টারভিউ দিয়েছে, তার পরেও উনারা শুনতে পারছে যে তাদের পরিবার চাকরি না দিয়ে টাকা বিনিময়ে অন্য কাউকে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে, এই খবর শুনতে পেয়ে মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জায়গা মালিক সফিকুর রহমান। এই কেন্দ্রে সহায়িকা জানান……………।  চাকরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখবে বলে জানিয়েছেন সফিকুর রহমান…………।।।

Related posts

পুলিশের জালে আটক চার কুখ্যাত চোর

an2banglanews

রাস্তায় নিম্নমানের সামুগ্রী ব্যবহার করা হচ্ছে গোলাঘাটি বাজার যাওয়ার রাস্তায়…

an2banglanews

দশমিঘাট প্রতিমা নিরঞ্জন স্থল ঘুরে দেখলেন মেয়র।।।।

an2banglanews

Leave a Comment