ইতিহাস মুছার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দলে সমর্থিত ত্রিপুরার সরকার আগরতলার পুস্পবান্ত প্যালেস (পুরাতন রাজবাড়ী) কে তাজ গ্রুপ এর কাছে দিয়ে দেওয়া হবে, যাহা ১৮৭০ ইং মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য তৈরী করেছিলেন। ১৯৯৮ সালে রাজ ভবনে রপান্ত্রিত করা হয়। এই বেসরকারি করন করার চেষ্টা করা হচ্ছে। তাই বিক্ষোভ দেখালো TSF সংগঠনে নেতৃত্বরা। আগরতলা পুরাতন রাজভবনের সামনে। সংগঠনের সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া জানিয়েছে…………। ।
previous post