AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking News

ত্রিপুরার  সরকার আগরতলার পুস্পবান্ত প্যালেস (পুরাতন রাজবাড়ী) কে তাজ  গ্রুপ এর কাছে দিয়ে দেওয়া হবে

ইতিহাস মুছার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দলে সমর্থিত ত্রিপুরার  সরকার আগরতলার পুস্পবান্ত প্যালেস (পুরাতন রাজবাড়ী) কে তাজ  গ্রুপ এর কাছে দিয়ে দেওয়া হবে, যাহা ১৮৭০  ইং মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য তৈরী করেছিলেন। ১৯৯৮ সালে রাজ  ভবনে রপান্ত্রিত করা হয়। এই বেসরকারি করন করার চেষ্টা করা হচ্ছে।  তাই বিক্ষোভ দেখালো TSF  সংগঠনে নেতৃত্বরা। আগরতলা পুরাতন রাজভবনের সামনে। সংগঠনের সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া জানিয়েছে…………। ।

Related posts

সব্রুমে স্ত্রীর হাতে খুন হয় স্বামী।

an2banglanews

অবশেষে গ্রেপ্তার শিবু আইন!!(harassment of the woman)

an2banglanews

টি এস ইউ ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে।

an2banglanews

Leave a Comment