AN2BNANGLA NEWS
March 22nd, 2025
Breaking News
জাতীয় খবরসংস্কৃতি খবর

ত্রিপুরা রাজ্যে সংবিধান দিবস উদযাপন করা হয়

ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ক্রিয়া দপ্তর উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয় আজকের দিনে ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল তাই ৭৫ তম বছরে এক বছর ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দেশব্যাপী তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা উমাকান্ত মাঠ থেকে রেলি করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ডঃ বি আর আম্বেদকর এর মূর্তিতে পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা রেলিতে বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে

Related posts

নিট আগরতলা প্রাক্তন  ছাত্র-ছাত্রীরা এক সচেতনতা শোভাযাত্রা আয়োজন করে।

an2banglanews

Tollywood on Manipur Violence: ‘ফাঁসির থেকেও বড় দৃষ্টান্তমূলক শাস্তি হোক’, মণিপুরের নির্যাতিতার পাশে টলিউড…

cradmin

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে উনার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বস্ত্র দান করা হয়।

an2banglanews

Leave a Comment