AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
অন্যান্য

আফ্রিকা- দক্ষিণ আমেরিকা- গায়ানা সফরে যাচ্ছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

New Delhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,(P M Narandra Modi) জি- ২০ সম্মেলনে যোগ দেবেন তার জন্য ব্রাজিলে যাচ্ছেন।   এর আগে তিনি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন ও সম্মেলন শেষে দক্ষিণ আমেরিকার থেকে গায়ানা সফর করবেন। আগামী সপ্তাহেই তার এই সফর এই তিন দেশে তার সফরে যাওয়ার কথা রয়েছে।

গত বছরের জি- ২০ সম্মেলন ভারত(India) আয়োজন করেছিল। দিল্লিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিনে পরবর্তী জি- ২০ অধিবেশনের সভাপতিত্ব ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভার হাতে তুলে দেন নরেন্দ্র মোদী। এবার সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর জি- ২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন মোদী। এরপর সম্মেলন শেষে দেশে ফেরার আগে তিনি গায়ানায় যাবেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন মোদী। ১৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে যাচ্ছেন। সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি নাইজেরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন মোদী।

নাইজেরিয়া সফর শেষে ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি–২০ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।

ব্রাজিলে জি–২০ সম্মেলন শেষে গায়ানা যাবেন নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন তিনি। তিনদিনের এই সফরে গায়ানার পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদী। ১৯৬৮ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথমবারের মতো গায়ানা যাবেন।

Related posts

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ গৌরতো আহত  বাইক চালক। ঘটনা গকুলনগর টিএসআর ৩ নং গেট এলাকায়।

an2banglanews

ত্রিপুরা পুলিশে ১৫০ বছর বর্ষপূর্তি  উপলক্ষে ত্রিপুরা   পুলিশের রেলি

an2banglanews

ভারত সরকারের কোন কোন রাষ্ট্রমন্ত্রীকে কোন স্বাধীন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ২০২৪?

an2banglanews

Leave a Comment