AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
অন্যান্য

আফ্রিকা- দক্ষিণ আমেরিকা- গায়ানা সফরে যাচ্ছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

New Delhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,(P M Narandra Modi) জি- ২০ সম্মেলনে যোগ দেবেন তার জন্য ব্রাজিলে যাচ্ছেন।   এর আগে তিনি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন ও সম্মেলন শেষে দক্ষিণ আমেরিকার থেকে গায়ানা সফর করবেন। আগামী সপ্তাহেই তার এই সফর এই তিন দেশে তার সফরে যাওয়ার কথা রয়েছে।

গত বছরের জি- ২০ সম্মেলন ভারত(India) আয়োজন করেছিল। দিল্লিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিনে পরবর্তী জি- ২০ অধিবেশনের সভাপতিত্ব ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভার হাতে তুলে দেন নরেন্দ্র মোদী। এবার সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর জি- ২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যাবেন মোদী। এরপর সম্মেলন শেষে দেশে ফেরার আগে তিনি গায়ানায় যাবেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন মোদী। ১৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে যাচ্ছেন। সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি নাইজেরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেবেন মোদী।

নাইজেরিয়া সফর শেষে ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি–২০ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।

ব্রাজিলে জি–২০ সম্মেলন শেষে গায়ানা যাবেন নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন তিনি। তিনদিনের এই সফরে গায়ানার পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদী। ১৯৬৮ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথমবারের মতো গায়ানা যাবেন।

Related posts

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে উনার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বস্ত্র দান করা হয়।

an2banglanews

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৬৪ তম আবির্ভাব উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

an2banglanews

Amartya Sen vs Visva-Bharati: জমি-বিতর্কে অমর্ত্যের পাশে এবার নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ স্টিগলিৎজ…

cradmin

Leave a Comment