Agartala: আট দফা দাবি নিয়ে ত্রিপুরা (Tripura) মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপোটেশন মিলিত হন রিজিয়া খাতুন সম্পাদিকা। তিনি জানান রাজ্যে যুব সমাজের মধ্যে মাদক দ্রব্যের ব্যবহার প্রচুর পরিমাণে বেরেছে। যার ফলে মাদক আসক্ত হচ্ছে যুব সমাজ। সরকারি বিভিন্ন সংস্থা থেকে দেওউয়া ঋণ এবং শিক্ষার জন্যে নেউয়া ঋণ মুকুব করা। বিশ্ব বিদ্যালয় পর্যন্ত শিক্ষা বিনা পয়সাতে দেওয়া ইত্যাদি দাবী নিয়ে।