AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsআন্তর্জাতিক খবরজাতীয় খবররাজনীতি খবর

গুপন খবরের ভিত্তিতে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে ভারতের ত্রিপুরায়।

Agartala: আবারো গুপন খবরের ভিত্তিতে  ৭ই নভেম্বর  ৬ জন  বাংলাদেশী নাগরিক (Bangladeshi Citizen) তাদের মধ্যে  পুরুষ -৩ জন, তৃতীয় লিঙ্গ -৩ জনকে  আটক করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের জিরানিয়া রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে জিরানিয়া রেল স্টেশনে আসে। আগরতলা জি আর পি এস, বি এস এফ এবং আগরতলা আর পি এফ,  মিলে এই অভিযান করা হয় ।আগরতলা জি আর পি এস ইন্সপেক্টর তপন দাস জানান……।।  তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জি আর পি থানায় এবং এই মামলার সঙ্গে যুক্ত আরো অনেকে গ্রেফতার  করার জন্য  আইন স্রিঙ্খালা বাহিনী আভিজান জারি রেখেছে।

আটক ক্রিতরা বাংলাদেশের নোয়াখালী জেলার  ৫৪ বছরে মোহাম্মদ মোমিনুল হক , ২২ বছরের জাকিরা  ওরফে মনা কিশোর গঞ্জ জেলা থেকে, জাকাড়িয়া  বয়স ১৯ জিলা -নেত্রকোনা এবং তৃতীয় লিঙ্গের ইকলাশ মিয়া ২৪ বছর বাড়ী কিশোর গঞ্জ, রুবায়েত হোসাইন @সিমি  ২০ বছর বাড়ি গাজীপুর, তানভীর আহমেদ  ২০ বছর বাড়ী নেত্রকোনা জেলা।

এ নিয়ে আগরতলা জি আর পি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আসামীদের  মহামান্য আদালতে প্রেরণ করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এই  মানব পাচারের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সিমান্ত এলাকার দেশদ্রহিরা জরিয়ে আছে যার ফলে ভারতের সুরক্ষা জুকিপূর্ন অবস্তায় রয়েছে । রাজ্যের আরক্ষা প্রশাসনের দ্বায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে।

Related posts

Manipur Violence: তোমাদের কাছে ২ মাস ধরে কোনও খবর নেই! মণিপুর নিয়ে বলিউড সেলেবদের বিঁধলেন ‘মেরি কম’-এর অভিনেত্রী

cradmin

তীব্র নিন্দা ও ধিক্কার জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা আগরতলা কংগ্রেস ভবনের সামনে।

an2banglanews

জাতীয় সড়কে বন্ধ ট্রাক চলাচল!!

an2banglanews

Leave a Comment