Beloniea: আজ ছিল দশমীর মাছ বাজার । বিলোনিয়া ১ নং টিলা মাছ বাজার ছিল ভিড়ে ঠাসা। ব্যবসা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মামা স্বদেশ দাসের সাথে ভাগ্নে পিন্টু দাসের মধ্যে বিবাদ শুরু হয়। দুজনেই এক নং টিলা মাছ বাজারের ব্যবসায়ী।
ব্যবসা সংক্রান্ত ঘটনা নিয়ে বচসা শুরুর পর হাতাহাতি, শেষমেশ মাছ কাটার দায়ের আঘাতে মামা স্বদেশ দাসের হাতে রক্তাক্ত হতে হয় ভাগ্নে পিন্টু দাস। এই নিয়ে ১ নং টিলা বাজারে চাঞ্চল সৃষ্টি হয়। রক্তাক্ত ভাগিনা পিন্টু দাস সুবিচারের আশায় সাথে সাথে চলে যান বিলোনিয়া থানাতে ।
পিন্টু দাস জানান সেখানে মামলা নেওয়ার মতো কর্তব্যরত পুলিশরা নাকি থানাতে না থাকাতে কোন মামলা করতে পারেনি। পরবর্তী সময় চলে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে সেখানেও পর্যাপ্ত চিকিৎসক বা চিকিৎসা কর্মীর অভাবে দীর্ঘক্ষণ ধরে কাতরাতে হয় হাসপাতালের মেঝেতে। পরবর্তী সময় ডাক্তার এবং কর্তব্যরত চিকিৎসা কর্মী আসার পর শুরু হয় পিন্টু দাসের চিকিৎসা ।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিন্টু দাসকে স্থানান্তরিত করে দেন শান্তির বাজার জেলা হাসপাতালে । সেখানেও অ্যাম্বুলেন্স এর জন্য দীর্ঘক্ষণ ধরে হাসপাতালে অপেক্ষা করতে হয় বলে জানা যায়। পিন্টু দাস জানিয়েছেন উনি সুবিচারের আশায় মাছ ব্যবসায়ি মামা স্বদেশ দাসের বিরুদ্ধে মামলা করবেন।