Kumarghat:পূজোর রাতে শহরের পাশে অগ্নিকাণ্ডে আতঙ্ক। আগুনে পুড়লো একটি মোদী দোকানের গোদাম। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন নিদেবী এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায়, শনিবার গভীর রাতে নিদেবী বালিকা বিদ্যালয় সংলগ্ন অভিজিৎ দাসের একটি মোদী দোকানের গোদামের ভেতর হটাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় যানচালক থেকে পথ চলতি মানুষ। আগুনে পুড়ে নষ্ট হয় গোদামের ভেতরে থাকা প্রচুর সরঞ্জাম। পূজোর রাতে শহরের কাছে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ছুটে যায় দোকান মালিক। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আয়ত্বে আসে আগুন। এদিকে বিপদ এড়াতে কিছু সময়ের জন্য এলাকায় বন্ধ করে রাখা হয় বিদ্যুৎ পরিষেবা। পূজোর রাতে শহরের কাছে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।