AN2BNANGLA NEWS
March 21st, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যজীবনধারা খবর

আমতলী এলাকায় জোড়া খুন, স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ির খুন।

Agartala: ঘটনার বিবরণী জানা যায়, হাপানিয়া ONGC নেতাজি নগর এলাকার প্রথম গেটের উল্টোদিকে সমরজিৎ চৌধুরীর শশুর বাড়ি তথা তার স্ত্রী তনুশ্রী আচার্যের বাপের বাড়িতে হয় এই ঘটনজায়,.১৩ই অক্টোবর ২০২৪ ইং ভোর সকালে আনুমানিক চারটার সময় এই ঘটনা হয়। তনুশ্রী আচার্জি ও তার মা সোমা আচার্জী পূজা দেখে বাড়ি ফেরার পর  সমরজিৎ চৌধুরী, তার স্ত্রী তনুশ্রী আচার্জির উপর আক্রমণ চালায় দাও নিয়ে তখন তার  শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে আসলে তাকেও গলাতে আঘাত করে।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় মধুপুর এলাকা থেকে স্বামী সমরজিৎ আচার্যকে আটক করলেন আমতলী থানার পুলিশ। সার্বিক বিষয়ে বিস্তারিত জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে।

ও এন জি সি স্থিত নেতাজী নগরের স্ত্রী ও শাশুড়ী জোড়া খুনের ঘটনার অভিযুক্ত সমরজিৎ চৌধুরী কে আজ আদালতে তোলা হয় আদালত অভিযুক্ত   সমরজিৎ চৌধুরীকে ১২ দিনের জল হেফাজতের নির্দেশ দেয়।।

Related posts

শব্দ দূষণ নিয়ন্ত্রনে আইন শৃঙ্খল বাহিনীর প্রয়াস।

an2banglanews

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ দ্বারা গাজা পাচারের সময় আটক বৈস্নব টিলার উত্তম কুমার পাল ।

an2banglanews

এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে গাঁজা সমেত গ্রেপ্তার এক।

an2banglanews

Leave a Comment