AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsঅন্যান্যআন্তর্জাতিক খবর

বাংলাদেশের মেয়ে আটক ভারতে ত্রিপুরাতে।

 

Agartala: আবারো গুপন খবরের ভিত্তিতে  ২ জন  বাংলাদেশী নাগরিক  মহিলা -২ জনকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ( Bangladesh) থেকে ভারতে প্রবেশ করে  এবং তারা ট্রেনে করে অন্য রাজ্যে  পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। জি আর পি এফ, আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়।

তারা হল রাব্বানা আক্তার (২০) জিলা – রঙ পুর । বাংলাদেশ। মুসামাদ আসমা খাতুন (২২) জিলা – যেশোহর, বাংলাদেশ।

এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে ।

Related posts

Bishalgar: সুশাসনের সরকারে ৮০ শতাংশ বিকলাঙ্গ হয়েও বঞ্চিত ভাতা থেকে।

an2banglanews

হেমাঙগ প্রভা দত্ত গত ১৯ শে জানুয়ারি প্রয়াত হয়।

an2banglanews

অসহায় মণি দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালেন ই এম রুনিয়েল

an2banglanews

Leave a Comment