Agartala: আবারো গুপন খবরের ভিত্তিতে ২ জন বাংলাদেশী নাগরিক মহিলা -২ জনকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ( Bangladesh) থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। জি আর পি এফ, আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়।
তারা হল রাব্বানা আক্তার (২০) জিলা – রঙ পুর । বাংলাদেশ। মুসামাদ আসমা খাতুন (২২) জিলা – যেশোহর, বাংলাদেশ।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল উনাদের কে মহামান্য আদালতে প্রেরণ করা হবে ।