Agartala:১১ই অক্টোবর মহা অষ্টমী পূজা(Puja)। সকল ৬টা ২৪মিঃ অষ্টমী তিথি ছেরে দেবে। এই সময়ের মধ্যে অষ্টমী পূজা শেষ করতে হবে। ৬টা ২৪মিঃ থেকে ৭টা ১২মিঃ চলবে সন্দি পূজা। তার পর হবে নবমী পূজা। নবমী পূজা শেষ হলে হবে বলীদাব পর্ব, পুরনো রীতি মেনে নবমী তিথিতে হবে মহিষ বলী পর্ব, যাহা এই দূর্গাবাড়ী রীতি। তার পর ভক্তগন পুস্পাঞ্জী অর্পণ করবেন।
১২ই অক্টোবর সকাল ৫টা ৪৪মিঃ অলিক নবমী শুরু হবে, তার পর হবে দশমী পূজা। দশমী পূজার পর সেই দিনই ত্রিপুরা রাজ্যের দূর্গা বাড়িতে(Durga Bari প্রতিমা নিরঞ্জন হবে বলে জানিয়েছেন ভার প্রাপ্ত পুরহিত।