AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
Breaking Newsজাতীয় খবর

জোর করে ইন্ডিয়ান ক্লাব চান্দা আদায় করতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে- উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়।

Tripura: ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় দূর্গা পূজার চাঁদা নিয়ে ইন্ডিয়ান ক্লাব রাস্তার চলাচলকারী গাড়ি থেকে বল প্রয়োগ করে চন্দা আদায় করতে চাই। গাড়ির চালক চান্দা দিতে অসমর্থ হলে, গাড়ির চালক সহ যাত্রীদের আক্রমণ করে। পরে দুই সম্প্রদায়ের মাঝে ঝামেলা হয়। বাড়িঘরে হামলা। গনহারে ভাঙ্গচুর কদমতলা বাজারের দোকানপাট ।পরিস্থিতি উত্তপ্ত, ঘটনাস্থলে পুলিশ সুপার সহ কদমতলা থানার পুলিশ ও টি এস আর থাকলেও সকলে অসহায়। এলাকাবাসী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এই ইন্দিন ক্লাবের পূজা বন্দ করার জন্য আবেদন করেন।

Related posts

ত্রিপুরার রেশম দোকানের মাধ্যমে তেল বিক্রি প্রক্রিয়ার সূচনা করেন খাদ্যমন্ত্রী।।।

an2banglanews

পশ্চিম ত্রিপুরা জেলার FSSAI এর নিয়ম ও গাইডলাইন সম্পর্কে সচেতন সভা।

an2banglanews

বটতলা বাজারের ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা হিসেবে টি আর টি সির জায়গায় অস্থায়ী দোকান ঘর তুলে দেয়া হবে।

an2banglanews

Leave a Comment