Tripura: ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় দূর্গা পূজার চাঁদা নিয়ে ইন্ডিয়ান ক্লাব রাস্তার চলাচলকারী গাড়ি থেকে বল প্রয়োগ করে চন্দা আদায় করতে চাই। গাড়ির চালক চান্দা দিতে অসমর্থ হলে, গাড়ির চালক সহ যাত্রীদের আক্রমণ করে। পরে দুই সম্প্রদায়ের মাঝে ঝামেলা হয়। বাড়িঘরে হামলা। গনহারে ভাঙ্গচুর কদমতলা বাজারের দোকানপাট ।পরিস্থিতি উত্তপ্ত, ঘটনাস্থলে পুলিশ সুপার সহ কদমতলা থানার পুলিশ ও টি এস আর থাকলেও সকলে অসহায়। এলাকাবাসী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এই ইন্দিন ক্লাবের পূজা বন্দ করার জন্য আবেদন করেন।