AN2BNANGLA NEWS
November 6th, 2024
Breaking News
Breaking Newsঅন্যান্যজাতীয় খবররাজনীতি খবর

70 কানি জমি বেসরকারি সংস্থা কে দিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।

Agartala: ত্রিপুরা রাজ্যের মুখ্য মন্ত্রী মানিক সাহা।তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। উনার সরকার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বোদজং নগর এলাকাতে প্রায় 70 কানি জায়গা দখল করে নিয়েছে মেডিকেল কলেজ বানাবে বলে কিন্তু সেটা বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়া হবে এমনই অভিযুক্ত তুল্লেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন এই কাজটি স ম্পূর্ন অনৈতিক এবং তার সঙ্গে অর্থ নৈতিক লেনদেন জড়িত বলে অভিযোগ করেন।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সান্মেলন করে এই তথ্য আরোপ করেন।

Related posts

চিনির মজুত ভান্ডারে পুলিশ ও BSF

an2banglanews

দুই বাংলাদেশি যুবক আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ।

an2banglanews

ভারতের ছাত্র ফেডারেশনের রক্তদান শিবির

an2banglanews

Leave a Comment