Agartala: ত্রিপুরা রাজ্যের মুখ্য মন্ত্রী মানিক সাহা।তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। উনার সরকার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বোদজং নগর এলাকাতে প্রায় 70 কানি জায়গা দখল করে নিয়েছে মেডিকেল কলেজ বানাবে বলে কিন্তু সেটা বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়া হবে এমনই অভিযুক্ত তুল্লেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন এই কাজটি স ম্পূর্ন অনৈতিক এবং তার সঙ্গে অর্থ নৈতিক লেনদেন জড়িত বলে অভিযোগ করেন।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সান্মেলন করে এই তথ্য আরোপ করেন।