AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsঅন্যান্যজাতীয় খবররাজনীতি খবর

নেতাজি চৌমুহনী এলাকায় দুজন ট্রাফিক কর্মীকে হেনস্তা করা হয়েছে দুষ্কৃতীদের দ্বারা। এক জন আটক।

Agartala: গত শুক্রবার নেতাজি চৌমুনীতে ডিউটিরত অবস্থায় জনজাতি এক ট্রাফিক কনস্টেবল এর সাথে খারাপ ব্যবহার করার পরিপ্রেক্ষিতে আসামীদের আটক করার জন্য শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ধারনায় বসে।

তিনজন  দুষ্কৃতিকারী দুর্ব্যবহার করে । পশ্চিম থানায় একটি মামলা নেই শনিবার এর মধ্যে একজনকে গ্রেফতার করে পশ্চিম থানা নিয়ে আসে।  পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডাক্তার কিরন কুমার  বিস্তারিতভাবে জানিয়েছে।

তার প্রতিবাদে শনিবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ প্রদর্শন করে আগরতলার সদর SDPO অফিসের সামনে, সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের নেতৃত্ব।

Related posts

আগরতলা থেকে মুম্বাই রেল চালু করার জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জী কে ধন্যবাদঃ রাজীব ভট্টাচার্যী।

an2banglanews

“WANSEA GET OUT, RED ZONE” একথা রাস্তায় লিখে একপ্রকার বার্তা দিয়ে বাঙ্গালীদের বাড়িঘর চিহ্নিত করে

an2banglanews

পুলিশের জালে আটক চার কুখ্যাত চোর

an2banglanews

Leave a Comment