Agartala: আদালত রায় দানের পর শব্দ দূষণ (Sound Polution) নিয়ে আইন শৃঙ্খল বাহিনী নিয়ন্ত্রনের প্রয়াস চালিয়েছে। শনিবার আগরতলার সদর এস ডি পি ও অফিসে সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হয়। উপস্তিত ছিলেন সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায়, পূর্ব ও পশ্চিম থানার ওসি, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সহ অন্যান্য।
সভাতে শব্দ দূষণের নিয়ন্ত্রনে গুরুত্ব বলে বসমস্ত সাউন্ড ব্যবসায়ীদের উচ্ছ ক্ষমতা সম্পন্ন শব্দ যন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরুধ করা হয়। আইন বঙ্গকারিদের যন্ত্র জব্দ করা হবে বলে জানানো হয়।