Agartala: ভারত সরকার কিছু দিন পূর্বে বাংলা ভাষাকে (Bangla language) সন্মানিত করেছে দেশ জুরে। এর ই মায়ে আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন আগরতলার কলেজটিলা তাদের দলীয় রাজ্য কার্যালয়ে । সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বিভিন্ন দাবি গুলি উল্লেখ করেন। তাদের দাবিগুলি হল ১। এরমধ্যে রাজ্যে বিভিন্ন কলেজ গুলিতে বাংলা ভাষার শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করতে হবে।
২। বাংলা ভাষার প্রাচীন লোক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার প্রসারের ব্যবস্থা করতে হবে।
৩। বিভিন্ন অফিস, আদাল্ থানা, সরকারি কা্ রেল, বিমানে বাংলা ভাষার পরিষেবা ব্যবহার করতে হবে। এই সকল দাবি গুলি উল্লেখ করেন।