Agartala: ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস(National Carrer Service) প্রকল্পের আওতায় ত্রিপুরা রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার পশ্চিম ত্রিপুরা জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলা ব্যবস্থাপনায় কর্ম হীন যুবক যুবতীদের মধ্যে নিয়োগের জন্য বাছাই করা হয়, মোট ২৩ টি পোস্টে দুটি সংস্থার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছে।
পোস্টগুলি হচ্ছে রক্ষক অফিসার ও ম্যানেজার সহ ১৩ টি পোস্ট, এছাড়া সেল সার্ভিসের চারটি ,সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটারে তিনটি, ইলেকট্রিকের তিনটি, অফিস বয়ে তিনটি। সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই প্রক্রিয়া।