Agartala: ব্লাড মাউথ ক্লাবে(Blood Mouth Club) পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশান এর উপর চন্দ্র মেমোরিয়াল লীগে অনিয়মের অভিযোগ করে সাংবাদিক সন্মেলন করে সম্পাদক সেবক ভট্টাচার্য। তিনি বলেন কিছু ক্লাবের নাম নিয়ে বলেন,তদের ক্ষেত্রে নিয়ম মানা হয় নি। তার প্রমান ক্লাবের কাছে রয়েছে।