৩৪জন কংগ্রেস দলে যোগ
AN2BNANGLA NEWS
February 11th, 2025
Breaking News
Breaking Newsরাজনীতি খবর

ত্রিপুরাতে বি জে পি দলের ভাঙ্গন, শান্তির বাজারে ৩৪জন কংগ্রেস দলে যোগ দান।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস(Tripura Pradesh Congrss) সভাপতি আশীষ কুমার সাহা হাত ধরে আট পরিবারের ৩৪ জন ভোটার বিভিন্ন দল থেকে যোগদান করে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই যোগ দান সংগঠিত করে।

সংবাদ প্রতিনিধিদের যোগ দানকারী ভোটার জানায় দীর্ঘ ৫ বছর ধরে বি জে পি পরিচালিত ত্রিপুরা সরকার থেকে তারা কোন সুযোগ সুবিধা পাই নি। তারা সরকারের উপর অসন্তোষ। এই জন্য তারা দল পরিবর্তন করেছে। 

Related posts

Manipur: আতঙ্ক! মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কাটা মুন্ডু…

cradmin

বাংলাদেশ সংখ্যালঘু জনগণের উপর আক্রমণের প্রতিবাদ বামফ্রন্ট কমিটির।

an2banglanews

সূর্যমনিনগর (টি এস ই সি এল) ১৩২ কেভি সাবস্টেশন কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণ।

an2banglanews

Leave a Comment