ত্রিপুরা প্রদেশ কংগ্রেস(Tripura Pradesh Congrss) সভাপতি আশীষ কুমার সাহা হাত ধরে আট পরিবারের ৩৪ জন ভোটার বিভিন্ন দল থেকে যোগদান করে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই যোগ দান সংগঠিত করে।
সংবাদ প্রতিনিধিদের যোগ দানকারী ভোটার জানায় দীর্ঘ ৫ বছর ধরে বি জে পি পরিচালিত ত্রিপুরা সরকার থেকে তারা কোন সুযোগ সুবিধা পাই নি। তারা সরকারের উপর অসন্তোষ। এই জন্য তারা দল পরিবর্তন করেছে।