আগরতলাঃ সদ্য সমাপ্ত সাধারন লোক সভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুইটি আসনে বি।জে।পি। দল রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এখন দেখার বিষয় এই ভোট এ সংখ্যালখু (Minority) নেতাদের অবদান কি ছিল। খবর নিয়ে দেখা যায় মবস্বর আলী, বি।জে। পি। রাজ্য কমিটির সদস্য ও চেয়ারম্যান, ওয়য়াক অব বোর্ড। তিনি কৈলাশহর বুথ ন ং ৩০ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ১৩৫, যেখানে কংগ্রেস পেয়েছে ৪৮৪ ভোট। গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক, সংখ্যালঘু মরচা, ত্রিপুরা। তিনি কৈলাশহর বুথ ন ং ১৮ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ১০৫, যেখানে কংগ্রেস পেয়েছে ৫৮১ ভোট। বিল্লাল মিয়াঁ, সভাপতি, সংখ্যালঘু মরচা, ত্রিপুরা। তিনি বক্স নগর বুথ ন ং ৫০ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ৩৯৮, যেখানে কংগ্রেস পেয়েছে ৪২৮ ভোট।সাহ আলম, বি।জে। পি। রাজ্য কমিটির সদস্য ও চেয়ারম্যান, হজ কমিটি।তিনি বক্স নগর বুথ ন ং ৫০ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ৩৯৮, যেখানে কংগ্রেস পেয়েছে ৪২৮ ভোট।তাদের মধ্যে কেউ নিজেদের বুথ জয় করতে পারে নি। দলের লোকের মুখে সোনা যায়, তারা না কি রাজ্যের মুখ্য মন্ত্রীর পছন্দের লোক।

অপরদিকে, জসিম উদ্দিন, চেয়ারম্যান, সংখ্যালঘু কর্পোরেশন।তিনি রাম নগর বুথ ন ং ১৮ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ৪৫২, যেখানে কংগ্রেস পেয়েছে ৫১ ভোট।মোঃশাহপরান উদ্দিন, কর্পোরেশন।তিনি রাম নগর বুথ ন ং ২০ এর ভোটার।এই বুথে বি। জে।পি। ভোট পেয়েছে ৩৭১, যেখানে কংগ্রেস পেয়েছে ১০৫ ভোট।তার বুথ জয় করতে পেরেছে।
এখন দেখার বিষয় দল এই বিষয়গুলির সমীক্ষা করবে কি না। কিছুদিন পর পঞ্চায়েত নির্বাচন।