Agartala: প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী মদমত্য অবস্থায় স্ত্রীর হাতে খুন(murder) হয় স্বামী। ঘটনার বিবরণে জানা যায় ১লা জুন শনিবার রাত আনুমানিক বারোটা নাগাদ ত্রিপুরা(Tripura) রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম (Sabroom) থানার অধীনে মানিকগড় গ্যাস গোডাউন এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নম:রায় দুজনের মদমত্য অবস্থায় নিজ বাড়িতে কোন এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় পরবর্তী সময়ে সঞ্জীব এর স্ত্রী জয়ন্তী নম:রায় সঞ্জীব কে তার গলায় ধারালো কেচি দিয়ে তার গলায় আঘাত করে নিজ ঘরে প্রাণ হারায় সঞ্জীব রায়। ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু হলে সঞ্জীব রায়ের স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র পালিয়ে যায় বলে জানা যায়, পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এই বিষয়ে ফরেনসিভ টিম কেউ ডাকা হয়েছে বলে জানা যায়। সাব্রুম থানার পুলিশ আজ সকালে খুনি জয়ন্তি নম: রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
previous post