AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
Breaking Newsশিক্ষা খবর

Agrtala: শহরের নামকড়া স্কুলে ক্লাশরুমে চলল র‍্যাগিং।

রাম রাজ‍্যের বেহালদশা! শহরের নামকড়া স্কুলে ক্লাশরুমে চলল র‍্যাগিং(Raging) । অথচ দেখা নেই কোনো শিক্ষক শিক্ষিকার। এটাই কী স্কুলের ডিসিপ্লিন। ঘটনা শহরের উমাকান্ত(Umakanta Academy)  স্কুলের। কোনো এক ঘটনাকে কেন্দ্র করে স্কুলে র মধ‍্যে কিছু স্কুল ও কিছু বহিরাগত ছাত্ররা মিলে পেটল। অথচ নীরব স্কূল প্রশাসন।সূত্রে জানা গেছে, শূভ্রজিৎ নামের স্কূলের কোনো ছেলেকে অনিক, প্রিয়জিৎ, রাম, কূলদ্বীপ, তন্ময় নমঃ তারা মেলে মারধর করে। ব‍্যাগ দিয়ে মারা হয়। রীতিমতো চললো র‍্যাগিং।
বিদ‍্যাজ‍্যোতির তত্ত্বাবধানে এখন উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলটি। কিন্তু এটাই কী বিদ‍্যাজ‍্যোতির সিবিএসসি’র গাইডলাইন? এটাই কী নামকড়া স্কুলের ডিসিপ্লিন? কোথায় প্রধানশিক্ষক

Related posts

বীর বিক্রম মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জয়ন্তী উপলক্ষে সেমিনার অনুষ্টিত হবে।

an2banglanews

স্টেশনে পৌছার আগেই বিকল ইঞ্জিন!!

an2banglanews

রাস্তার ধারে চায়ের দোকানে উল্টে গেলো সরকারি ধান বোঝাই লরি। ঘটনা বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে ৷

an2banglanews

Leave a Comment