রাম রাজ্যের বেহালদশা! শহরের নামকড়া স্কুলে ক্লাশরুমে চলল র্যাগিং(Raging) । অথচ দেখা নেই কোনো শিক্ষক শিক্ষিকার। এটাই কী স্কুলের ডিসিপ্লিন। ঘটনা শহরের উমাকান্ত(Umakanta Academy) স্কুলের। কোনো এক ঘটনাকে কেন্দ্র করে স্কুলে র মধ্যে কিছু স্কুল ও কিছু বহিরাগত ছাত্ররা মিলে পেটল। অথচ নীরব স্কূল প্রশাসন।সূত্রে জানা গেছে, শূভ্রজিৎ নামের স্কূলের কোনো ছেলেকে অনিক, প্রিয়জিৎ, রাম, কূলদ্বীপ, তন্ময় নমঃ তারা মেলে মারধর করে। ব্যাগ দিয়ে মারা হয়। রীতিমতো চললো র্যাগিং।
বিদ্যাজ্যোতির তত্ত্বাবধানে এখন উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলটি। কিন্তু এটাই কী বিদ্যাজ্যোতির সিবিএসসি’র গাইডলাইন? এটাই কী নামকড়া স্কুলের ডিসিপ্লিন? কোথায় প্রধানশিক্ষক