ত্রিপুরা রাজ্যের চার জেলায় বিশেষ লোক আদালতে (Lok Adalat) একদিনে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলা। রবিবার সরকারি ছুটির দিনে পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহিজলা জেলা, বিশালগড়, কমলপুর এবং লংতরাইভ্যালি আদালত প্রাঙ্গনে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়।
উক্ত বিশেষ লোক আদালতে ১২টি বেঞ্চে এমভি অ্যাক্ট , টি পি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট, টি জি অ্যাক্ট সংক্রান্ত ৬,৯৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়।এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলার অর্থাৎ একদিনের বিশেষ লোক আদালতে ৮৩ দশমিক ৫৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। লোক আদালতে পশ্চিম জেলায় ২,৩৮০ টি মামলার মধ্যে ২ হাজার ২০৮ টি মামলা, সিপাহিজলা জেলায় ২০৫৪টি মামলার মধ্যে ১৫২৫ টি মামলা, ধলাই জেলায় ১১২৩ টি মামলার মধ্যে ৭৬৯ টি মামলা এবং খোয়াই জেলায় ১৪০০ টি মামলার মধ্যে ১৩১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। লোক আদালতে আদায় হয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা।
রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী লোক আদালতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।