80 percent of disabled people are deprived of allowances under good governance.
৮০ শতাংশ বিকলাঙ্গ, বারংবার আবেদন করেও মেলেনি ভাতা, বৃদ্ধ মা ও বাবা বিধায়কের হস্তক্ষেপ চাইলেন। ঘটনা বিশালগড় মহকুমার নারাওরা এলাকায়। ছেলে নাছির উদ্দিন ৮০ শতাংশ বিকলাঙ্গ, বাবা কফিল উদ্দিন বহুবার আবেদন করেন ভাতার জন্য কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন নাছিরের মা ও বাবা। অসহায় বাবা মা ছেলেকে নিয়ে খুব দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
বিষয়টি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের হস্তক্ষেপ কামনা করেন তার মা বাবা। অসহায় মায়ের আর্তনাদে কেঁপে উঠল আকাশ বাতাস।।।