Allegations of corruption in road construction in Jarul Sigurd area
ত্রিপুরার স-শাসিত জেলা পরিষদের জারুলবাছাই এ ডি সি ভিলেজে পশ্চিম জারুল বাছাই এলাকায় রাস্তা নির্মানে দুর্নীতির অভিযোগ করে; পাশাপাশি রাস্তা কাজ ভালো হচ্ছে না বলে জানান এলাকাবাসী।
এদিকে স্থানীয় নেতৃত্বরা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না এলাকাবাসীর দাবি এই রাস্তার কাজ পুনরায় করা হোক না হলে কাজ বন্ধ রাখার আবেদন জানান । মাননীয় মুখ্যমন্ত্রী নিকট আবেদন করে যেন তদন্ত করে রাস্তার কাজ করার হয়।