Protest by Tripura Student Federation in front of Tripura Board of Secondary Education (TBSE)
তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন(Tripura Student Federation) পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে (TBSE) সামনে রোমান স্ক্রিপ্টের মধ্যমে পরীক্ষাতে উত্তর পত্র লিখার দাবিতে বিক্ষোভ কর্মসূচির পালন করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও সি আর পি এফ মোতায়েন করা হয়।।
অপর দিকে মুভমেন্ট ফর ককবরক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জনিয়ে রোমান স্ক্রিপ্টের মধ্যমে পরীক্ষাতে উত্তর পত্র লিখার দাবি জানায়।