AN2BNANGLA NEWS
March 19th, 2025
Breaking News
Breaking Newsঅন্যান্যআঞ্চলিক খবরপ্রযুক্তি খবর

Agartala: অভিযোগ জমা পরে মেয়র দীপক মজুমদারের নিকট।

আগরতলা পৌর নিগমের দক্ষিণ অঞ্চলের অন্তর্গত  এম বি টিলা বাজারের মাছ ও সবজি  বক্রয়ের জন্য খোলা চালা ঘর নির্মাণের জন্য ঠিকাদারকে বরার দেওয়া হয়। কিন্তু ঠিকাদার অজ্ঞত কারনে মন্থন গতিতে কাজ করে চলছে।

এই চালা ঘর নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর রাখেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী । অভিযোগ(Complane)  জমা পরে মেয়র (Mayor) দীপক মজুমদারের নিকট। অবশেষে পরিদর্শন করলেন মেয়র এবং এলাকার কর্পোরেটর  অলক রায়। মেয়র এই মন্থর গতিতে কাজ করার জন্য উস্মা প্রকাশ করেন এবং আসস্ত করেন পুজোর আগে  সম্পন্ন করা হবে।

এম বি টিলার ফুটপাত গুলি থেকে অস্থায়ী দোকান সরিয়ে নিয়ে পথচারীদের জন্য উন্মুক্ত করার জন্য আহব্বান করেন। ৪৭,৪৮, ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা গুলি পরিদর্শন করেন।

Related posts

মাতৃ শক্তিকে একত্রিত করতে শক্তি বন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি

an2banglanews

তীব্র নিন্দা ও ধিক্কার জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা আগরতলা কংগ্রেস ভবনের সামনে।

an2banglanews

ত্রিপুরাতে বি জে পি দলের ভাঙ্গন, শান্তির বাজারে ৩৪জন কংগ্রেস দলে যোগ দান।

an2banglanews

Leave a Comment