Tripura: ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল তিপ্রা মথা (Tipra Motha)।এই দলের তৃতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস(Foundation day) উপলক্ষে এক সন্মেলনের আয়োজন করা হয় মালঞ্চ নিবাসে। এই সন্মেলনে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন (Bubagra), বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ দলের এম ডি সি বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বরা।। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন যে দলকে যদি হারায় তা হল লোভ। ক্রোধ। অহঙ্কার। হিংসা। তিনি সকলে প্রতি নজর রাখছেন। তিনি আরও বলেন……………
previous post