The owner of the house was beaten up by miscreants after the tenant ran away with the bride of the migrant worker area
ভাড়াটিয়া বহিরাগত শ্রমিক এলাকার বধূকে নিয়ে পালিয়েছে বলে দুষ্কৃতিদের হাতে মার খেলেন বাড়ির মালিক বাবুল চক্রবর্তীর পুত্র অর্ণব চক্রবর্তী। আক্রান্ত(Attack) তার পরিবারের সদস্য এবং অন্য ভাড়াটিয়া।
ঘটনা আগরতলা শহরের দশমীঘাট এলাকায়। হামলাকারীরা বাড়িতেও ভাঙচুর চালায় এবং মোবাইল মূল্যবান জিনিস নিয়ে যায়। অভিযোগ হামলাকারীদের মুখে মুখ্যমন্ত্রীর নাম শোনা গেছে। এলাকাটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। তারা নিজেদের হিন্দুত্ববাদী (Hinduism) বলে পরিচয় দেয়।
জানা যায় বাবু বাবু চক্রবর্তীর বাড়িতে কিছু মুসলিম সম্প্রদায়ের শ্রমিক বাড়ির ভাড়া নিয়ে ছিল। অপর দিকে পাশের বাড়ীর বদূ পালিয়ে যায়। হামলাকারীদের সন্দেহ হয় মুসলিম যুবকদের উপর। সেই জন্য এই বাড়িতে হামলা চালায়। এই হামলা থেকে বাদ যায় নি বাড়ির মহিলারা। সুনুন কি বলছেন তিনি।।।।।… উনার ছেলে অর্নব কি বলছে দেখুন।।।।।।।।।।এই সকল হামলাকরীদের বাঁচানোর জন্য কিছু লোক সমর্থন করা শুরু করে দিয়েছে। অপরাধ কে কিভাবে সমর্থন করছে শুনুন,,,,,,, জনগনের মনে প্রশ্ন মুখ্যমন্ত্রী এলাকাতে এই অবস্থা যদি হয়। তবে রাজ্যের অবস্থা কেমন আছে। দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস তারা কিভাবে পেল।