Two youths arrested with 1 lakh 81 thousand Bangladeshi taka
১লাখ ৮১ হাজার বাংলাদেশী( Bangladeshi taka) টাকা সহ গ্রেপ্তার দুই যুবক বিস্তারিত জানান বামুটিয়া ফাঁড়ির ও সি
বামুটিয়া সীমান্ত এলাকার এক জঙ্গল থেকে ১লাখ ৮১ হাজার বাংলাদেশী টাকা(money laundering) সমেত গ্রেপ্তার ২ ভারতীয় যুবক। ঘটনা তেবাড়িয়া সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত( India -Bangldesh border) কাটা তারের বেড়ার ৫১-৫২ নং গেটের মাঝের জঙ্গলে।
ঘটনার বিবরণে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয় দেববর্মা জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে গতকাল তেবাড়িয়া এলাকায় ৫১ এবং ৫২ নং সীমান্ত গেইটের মাঝে এক জঙ্গল থেকে ১লাখ ৮১ হাজার বাংলাদেশি টাকা সমেত দুই ভারতীয় যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তাদের বিরোদ্ধে মামলা নিয়ে ৩ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়