Teliamura: পাচারকালে পুলিশের হাতে আটক অবৈদ (smuggling) ভাবে গবাদি পশু বোঝাই একটি ট্রাক গাড়ি। উদ্ধার করা হয়েছে ১৪ টি গবাদি পশু। ঘটনায় গ্রেপ্তার (arrest) এক যুবক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে । গাড়ীর চালকের নাম রহমান মিয়া।