Agartala: ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী নিয়োগ পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী আবারো মুখ্যমন্ত্রীর( Chief minister Tripura) বাড়ির সামনে আন্দোলন করে । 2023 সালে জানুয়রী মাসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী নিয়োগ করার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন ২০২৪ইং এক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয় নি। পরীক্ষার্থী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে ; কোন এক অজ্ঞাত কারণে দেখা না করায়; বাদ্য হয়ে মুখ্যমন্ত্রীর সরকারী বাস ভবনের সামনে আন্দোলন করে।
next post