AN2BNANGLA NEWS
January 20th, 2025
Breaking News
Breaking Newsজীবনধারা খবর

অবশেষে গ্রেপ্তার শিবু আইন!!(harassment of the woman)

Gomati _Udaipur: ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোনের অভিযোগ মূলে তার স্বামী শিবু আইনকে বৃহস্পতিবার  আটক করেছে কাকরাবন থানার পুলিশ। পুলিশ তাকে আটক করেই বৃহস্পতিবার আদালতে হাজির করে। পুলিশ সাতদিনের রিমান্ড চাইলেও, আদালত তিন দিনের রিমান্ড  মনজুর করেছে। উল্লেখ্য, শিবু আইন তার স্ত্রীকে গত ২৪ জানুয়ারি রাতে দা দিয়ে কুপিয়ে  হত্যা (harassment of the woman)করার লক্ষে গুরুতর আহত করে। পরে শিবু আইনের স্ত্রী তথা বিপ্লব দেবের বোন মিঠু দেব  গুরুতর আহত অবস্থায় গোমতী জেলাহাসপাতালে চিকিৎসাধীন থাকেন বেশ কয়েকদিন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গত ২৭ জানুয়ারি   মিঠু দেব তাঁর স্বামী শিবু আইনের বিরুদ্ধে কাকড়াবন থানায় একটি মামলা করেন। সেই মামলা অনুসারে বৃহস্পতিবার  পুলিশ শিবু আইনকে আটক করে।।

Related posts

সূর্যমনিনগর (টি এস ই সি এল) ১৩২ কেভি সাবস্টেশন কে ৪০০ কেভি সাবস্টেশনে উন্নিতকরণ।

an2banglanews

ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে গার্ড অফ অনার্সের মাধ্যমে বিদায়

an2banglanews

ব্যাবসা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মামার দায়ের কোপে রক্তাক্ত ভাগিনা।

an2banglanews

Leave a Comment