Gomati _Udaipur: ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোনের অভিযোগ মূলে তার স্বামী শিবু আইনকে বৃহস্পতিবার আটক করেছে কাকরাবন থানার পুলিশ। পুলিশ তাকে আটক করেই বৃহস্পতিবার আদালতে হাজির করে। পুলিশ সাতদিনের রিমান্ড চাইলেও, আদালত তিন দিনের রিমান্ড মনজুর করেছে। উল্লেখ্য, শিবু আইন তার স্ত্রীকে গত ২৪ জানুয়ারি রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা (harassment of the woman)করার লক্ষে গুরুতর আহত করে। পরে শিবু আইনের স্ত্রী তথা বিপ্লব দেবের বোন মিঠু দেব গুরুতর আহত অবস্থায় গোমতী জেলাহাসপাতালে চিকিৎসাধীন থাকেন বেশ কয়েকদিন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গত ২৭ জানুয়ারি মিঠু দেব তাঁর স্বামী শিবু আইনের বিরুদ্ধে কাকড়াবন থানায় একটি মামলা করেন। সেই মামলা অনুসারে বৃহস্পতিবার পুলিশ শিবু আইনকে আটক করে।।