শিক্ষক বদলি কে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের। ঘটনা মেলাঘর কলম ক্ষেত পশ্চিম পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এই প্রাইমারি স্কুলে ৬০ জন স্টুডেন্ট রয়েছে তার মধ্যে টিচার রয়েছেন চারজন তার মধ্যে আবার একজনের বদলি তা কিছুতে মেনে নিতে পারছেন না ছাত্র ছাত্রীরা । তারই প্রতিবাদে আজ স্কুলে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা। তারা আরো বলে মিঠুন গোপ নামে ওই টিচার কে বদলি করা যাবে না।
অন্যদিকে অবরুধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ছুটে যায় মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস । তিনি কথা বলেন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধান করা হবে এই আশ্বাস দেন তিনি।
পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন স্কুল শিক্ষা অধিকারী কে সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ওই শিক্ষককে যেই বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছে তাই ওই বিদ্যালয়ের কথা চিন্তা করে কলম ক্ষেত নির্মম বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে। ব্লক এলাকা সকল বিদ্যালয়গুলির শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য চিন্তা করেই এর সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে।