ত্রিপুরা পুলিশে ১৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে একটি রেলি ও পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয় অরুন্দুতি নগর পুলিশ মাঠ থেকে। উপস্থিত ছিলেন মঞ্চাক একপার ডি আই জি ও পশ্চিম ত্রিপুরার এস পি কিরণ কুমার এই দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় কে প্রাইজ দেওয়া হয়।