AN2BNANGLA NEWS
February 18th, 2025
Breaking News
আঞ্চলিক খবর

লেপ তোষক ফেরিওয়ালা ঘরে চোরের হানা,

লেপ তোষক ফেরিওয়ালা ঘরে চোরের হানা, কষ্টে অর্জিত  ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটে রাঙ্গামাটিয়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় বহির রাজ্য বিহার থেকে আশা ইদ্রিস মনসুরি সহ আরো তিনজন সোনামুড়া রাঙামাটি এলাকায় দীর্ঘ ৭ বছর ধরে লেপ তোষক গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়। রাঙ্গামাটিয়ায় প্রাক্তন ফায়ারম্যান আব্দুল রফিকের বাড়িতে একটি ঘর ভাড়া করে থাকেন তারা। তাদের বাড়ি থেকেই সোনামুড়ার মহকুমার বিভিন্ন গ্রামে গ্রামে লেপ তোষক ফেরি করে বেড়ান। প্রতিদিনের মতোই আজ যখন তাদের কাজে বের হন, তখন তাদের ঘর থেকে তালা খুলে  তালা লাগানো কাদের ব্যাগ থেকে ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।  বাড়ির মালিক আব্দুল রফিকের  বক্তব্য চুরি কান্ড সংগঠিত করেছে সোনামুড়ার শহর অঞ্চলের কিছু নেশাখোর যুবকরা। গোটা বিষয়টি জানিয়ে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় ইদ্রিস মনসুরি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।

Related posts

Amartya Sen vs Visva-Bharati: জমি-বিতর্কে অমর্ত্যের পাশে এবার নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ স্টিগলিৎজ…

cradmin

ভারত সরকারের কোন রাষ্ট্রমন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ২০২৪ ?

an2banglanews

পশ্চিম ত্রিপুরা জেলার FSSAI এর নিয়ম ও গাইডলাইন সম্পর্কে সচেতন সভা।

an2banglanews

Leave a Comment