লেপ তোষক ফেরিওয়ালা ঘরে চোরের হানা, কষ্টে অর্জিত ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটে রাঙ্গামাটিয়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় বহির রাজ্য বিহার থেকে আশা ইদ্রিস মনসুরি সহ আরো তিনজন সোনামুড়া রাঙামাটি এলাকায় দীর্ঘ ৭ বছর ধরে লেপ তোষক গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়। রাঙ্গামাটিয়ায় প্রাক্তন ফায়ারম্যান আব্দুল রফিকের বাড়িতে একটি ঘর ভাড়া করে থাকেন তারা। তাদের বাড়ি থেকেই সোনামুড়ার মহকুমার বিভিন্ন গ্রামে গ্রামে লেপ তোষক ফেরি করে বেড়ান। প্রতিদিনের মতোই আজ যখন তাদের কাজে বের হন, তখন তাদের ঘর থেকে তালা খুলে তালা লাগানো কাদের ব্যাগ থেকে ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ির মালিক আব্দুল রফিকের বক্তব্য চুরি কান্ড সংগঠিত করেছে সোনামুড়ার শহর অঞ্চলের কিছু নেশাখোর যুবকরা। গোটা বিষয়টি জানিয়ে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় ইদ্রিস মনসুরি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।