ছেলে বিদ্যুৎ শর্ট সার্কিটে ৮ মাস আগে মৃত্যুবরণ করে, আর বাবা বাইক দুর্ঘটনা জীবিতে মৃত্যুবরণ করে। আজ থেকে পাঁচ দিন আগে মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের , ইন্দিরা নগর সরদার বাড়ি মসজিদ সংলগ্ন একটি দ্রুতগামী বাইক ৫২ বছরের আলী শফিককে ধাক্কা মারলে, ঘটনাস্থলে আলী শফিক রাস্তায় লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা শোচনীয় হওয়া মেলাঘর হাসপাতালে ডাক্তার আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতালে পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পর আজ দুপুরে খবর আসে আলী শফিক মৃত্যু বরণ করেন। আর এই ঘটনা পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। একদিকে ছেলের মৃত্যু যন্ত্রণা এখন পর্যন্ত মা-বাবার মনের দাগ কাটেনি, অন্যদিকে বাবার মৃত্যু। ভগবানবা ঈশ্বরের লীলাখেলা বড় কঠিন।
previous post