AN2BNANGLA NEWS
December 8th, 2024
Breaking News
Breaking Newsশিক্ষা খবর

“৫১-তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী”

বিদ্যালয়স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আগামীদিনে দেশের আত্মনির্ভরশীলতা, আর্থ-সামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য আগামী ২ ও ৩ ফেব্রুয়ারী ২০২৪ এস সি ই আর টি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫১-তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কর্মীদের বিজ্ঞান, গণিত এবং পরিবেশ বিষয়ক এই ধরনের প্রদর্শনীর মূলভাবনা- “সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” যার অধীনে আরও পাঁচটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে- স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও পরিবহন, পরিবেশবান্ধব জীবনশৈলী, গণনামূলক চিত্তন প্রভৃতি।

 

আগামী ২ ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর ১২ টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্যস্তরীয় এই বালবৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীর প্রাকলগ্নে ১ ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ১২টায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং জনগণকে মিলেট আহার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক শোভাযাত্রা (র‍্যালী) আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু হয়ে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শেষ হবে। দু’দিন ব্যাপী এই প্রদর্শনী চলাকালীন সময়ে মিলেট আহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা, বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক আলোচনা চক্র, ক্যুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫ (পাঁচ) জন করে নির্বাচিত বিদ্যালয় শিক্ষার্থী এবং সহযোগী শিক্ষার্থীসহ মোট ৪০ (চল্লিশ)টি মডেল এই প্রদর্শনীতে উপস্থাপিত হবে। এদের মধ্য থেকে বাছাই করা সেরা ১০ (দশ) জন অংশগ্রহণকারীর প্রোজেক্ট ভিডিওসহ কেন্দ্রীয় স্তরে (NCERT, New Delhi) প্রেরণ করা হবে। এদের মধ্যে থেকে ২০২৪ সালের জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীর জন্য প্রতিযোগী এন সি ই আর টি, নিউ দিল্লি বাছাই করবে।

 

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, “৫১-তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী” উদ্বোধনী অনুষ্ঠানে “কণাদ” শীর্ষক একটি স্মরণিকা উন্মোচিত হবে। ৩ ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর ২টা ৩০ মিনিটে বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। উদ্বোধনী এবং সমাপ্তি এই দুটো অনুষ্ঠানেই এস সি ই আর টি’র অধিকর্তা পৌরোহিত্য করবেন।

Related posts

ত্রিপুরায় আসলেন নবনিযুক্ত মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু।

an2banglanews

Manipur: আতঙ্ক! মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কাটা মুন্ডু…

cradmin

Tripura: তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে (TBSE) সামনে বিক্ষোভ

an2banglanews

Leave a Comment